ভয়াবহ এক মহামারীই একদিন প্রাণ কেড়ে নেয় ডোনাল্ড ট্রাম্পের দাদুর
কলকাতা টাইমসঃ
ভয়াবহ এক মহামারীই একদিন প্রাণ কেড়ে নেয় ডোনাল্ড ট্রাম্পের দাদার। জানা যাচ্ছে, ট্র্যাম্পের দাদু ফ্রেডরিক ট্রাম্পের মৃত্যু হয় ১৯১৮ সালে। জানা যাচ্ছে, স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েই মৃত্যু হয় তার। ভয়াবহ সেই অতিমারীতে বিশ্বের প্রায় ৫০ কোটি মানুষ আক্রান্ত হন। প্রাণ হারাতে হয়েছিল ৫ কোটি মানুষকে। জানা গেছে, সেই সময়েও স্প্যানিশ ফ্লুতে বিশ্বে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রেই।
উল্যেখ্য, ফ্রেডরিক ট্রাম্পের জন্ম ১৮৬৯ সালে। তিনি ছিলেন একজন জার্মান ব্যবসায়ী। মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ১৮৯২ সালে তিনি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন। এখনো পর্যন্ত আমেরিকায় করোনার কারণে মৃত্যু হয়েছে ২ লক্ষ ১৫ হাজার মানুষের। আক্রান্ত প্রায় ৭৭ লক্ষ মানুষ। প্রসঙ্গত, গত শুক্রবার করোনায় আক্রান্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেলানিয়াও একই সঙ্গে আক্রান্ত হন।