করোনা সময়কালে মা হওয়ায় না !
কলকাতা টাইমসঃ
করোনা মহামারীর সময়কালে সন্তান ধারণ না করার পরামর্শ দিলো মিশরের সরকার। এই মর্মে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে মিশরীয় সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড-১৯ মহামারী চলাকালীন সন্তান ধরণের জন্য অপেক্ষা করুক সেদেশের হবু মায়েরা। সেদেশের চিকিৎসকদের যুক্তি, করোনায় আক্রান্ত হওয়ার পর শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা ঘটছে। যার ফলে গর্ভস্ত ভ্রূণের পুষ্টি জোগানে ব্যাঘাত ঘটতে পারে।
তাদের আরও বক্তব্য, গর্ভধারণের ফলে পরোক্ষভাবে মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পরে। ফলে তাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। এখন করোনা মহামারীর মধ্যে সন্তানসম্ভবা মহিলাদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সেদেশের সাস্থ মন্ত্রক।স্বাস্থ্য মন্ত্রক জানায়, তাদের দেশের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির অন্যতম হচ্ছে ‘ইমপ্লানন ক্যাপসুল’। এটি প্রতিস্থাপন করলে তিন বছর পর্যন্ত নিশ্চিন্ত থাকা যায়।