ডায়াবেটিসের ভয় নয় মোক্ষম দাওয়াই চকলেট খেয়ে দেখুন
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
আপনি কি টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত? চোখের জলে বিদায় জানিয়েছেন চকলেট, মিষ্টিকে? তবে এবার সানন্দে ফিরিয়ে আনুন চকলেটকে। গবেষকরা জানাচ্ছেন ডায়াবেটিস এবং ডায়াবেটিসের কারণে হওয়া লক্ষণের ওষুধ হতে পারে চকলেটের মধ্যে থাকা কোকো। এই তালিকায় গ্রিন টি-কেও রেখেছেন তাঁরা।
ডায়াবেটিসের কারণে চোখের রেটিনা নষ্ট হয়ে যাওয়ার উদাহরণ প্রচুর দেখা যায়। এই লক্ষণকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এর থেকে পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার ঘটনাও দেখা যায়। ব্রাজিলের স্টেট ইউনিভার্সিটি অফ ক্যাম্পেনসের গবেষকরা জানাচ্ছেন কোকো ও গ্রিন টি পোডোসাইটস কোষ নষ্ট হয়ে যাওয়া রুখতে পারে। এই কোষ নষ্ট হয়ে গেলে প্রোটিন ভেঙে ইউরিনে চলে আসে। বিজ্ঞানীরা জানাচ্ছেন কোকো ও গ্রিন টি-র মধ্যে থাকা পলিফেনল ও থেমোব্রোমিন ডায়াবেটিস ডায়াবেটিসের প্রকোপ রুখতে পারে।
ডায়াবেটিসের কারণে চোখের রেটিনা নষ্ট হয়ে যাওয়ার উদাহরণ প্রচুর দেখা যায়। এই লক্ষণকে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এর থেকে পুরোপুরি অন্ধ হয়ে যাওয়ার ঘটনাও দেখা যায়। ব্রাজিলের স্টেট ইউনিভার্সিটি অফ ক্যাম্পেনসের গবেষকরা জানাচ্ছেন কোকো ও গ্রিন টি পোডোসাইটস কোষ নষ্ট হয়ে যাওয়া রুখতে পারে। এই কোষ নষ্ট হয়ে গেলে প্রোটিন ভেঙে ইউরিনে চলে আসে। বিজ্ঞানীরা জানাচ্ছেন কোকো ও গ্রিন টি-র মধ্যে থাকা পলিফেনল ও থেমোব্রোমিন ডায়াবেটিস ডায়াবেটিসের প্রকোপ রুখতে পারে।