ভারতের সঙ্গে পাংগা নয় – ইয়ান চ্যাপেল
কলকাতা টাইমসঃ
ভারতের সঙ্গে পাংগা নেওয়ার ক্ষেত্রে বিশ্ব ক্রিকেটকে সতর্ক করে দিলেন ইয়ান চ্যাপেল। বিরাট কোহলির দলের অফুরন্ত প্রশংসা করে প্রাক্তন এই অস্ট্রেলীয় ক্রিকেট তারকা দল হিসেবে ভূয়সী প্রশংসা করেন ভারতের। একই সঙ্গে ভারতীয় তরুণ ক্রিকেটাদের নিয়ে অত্যন্ত উচ্ছসিত গ্রেগ চ্যাপেলের এই সহোদর। প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ৩-১ ব্যবধানে জেতার পর টি-টোয়েন্টিতে ৩-২ ব্যবধানে জেতে ভারত। এরপর ২-১ ব্যবধানে একদিনের সিরিজও পকেটে পুরে নেয় ভারত।
গ্রেগ চ্যাপেলের দাদা ইয়ান বলেছেন, ‘অতীতে অস্ট্রেলিয়া কিংবা অন্য বিদেশ সফরে ভারতীয় দল বারবার ব্যর্থ হতো। কিন্তু গত অস্ট্রেলিয়া সফর থেকে চিত্রটা একেবারে বদলে গিয়েছে। তারা পিছিয়ে পড়লেও হার মানেনি। নতুন ক্রিকেটাররা আজ বিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করছে। তাই সবাই সাবধান। এই ভারতীয় দল কিন্তু খুবই শক্তিশালী‘