‘নাডা’র কাছেই ডোপ টেস্ট বাধ্যতামূলক ভারতীয় ক্রিকেটারদের
কলকাতা টাইমসঃ
যে কোনো জায়গায়, যে কোনো সময় সমস্ত ভারতীয় ক্রিকেটারদের ডোপ টেস্ট করবে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং অ্যাজেন্সি ‘নাডা’। শুক্রবার একথা জানিয়ে দেন দেশের কেন্দ্রীয় ক্রীড়া সচিব রাধেশ্যাম ঝুলানিয়া। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের কিছু আপত্তি তুলেছিলো। সেই আপত্তি উড়িয়ে দিয়ে সচিব জানান, ক্রিকেট বোর্ডকেও দেশের আইন মেনেই চলতে হবে।
অবশেষে ক্রিকেট বোর্ডও রাজি হয়েছে ক্রিকেটারদের নাডার কাছেই দেশের ক্রিকেটারদের ডোপ টেস্ট করানোর। এদিন ঝুলানিয়া বিসিসিআই’র সিইও রাহুল জোহরির সঙ্গে সাক্ষাৎ করেন। ক্রীড়া সচিব জানান, বিসিসিআই নাডা’র ডোপ বিরোধী কর্মসূচিতে থাকার কথা লিখিতভাবে জানিয়েছেন।