January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেল ভারত, ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে ভরে উঠলো সংসদ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে সোমবার শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সংসদের সেন্ট্রাল হলে তাঁকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা । প্রথম আদিবাসী হিসাবে দেশের সর্বোচ্চ নাগরিকের আসনে বসলেন দ্রৌপদী।  শপথ নেওয়ার আগে এদিন সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নতুন রাষ্ট্রপতি। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন দ্রৌপদী মুর্মু।

শপথপর্বে দ্রৌপদীর পরনে কী ধরনের শাড়ি থাকবে, তা নিয়ে চর্চা ছিলই। তবে জল্পনা শোনা গিয়েছিল যে, রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার সময় বছর চৌষট্টির দ্রৌপদী সনাতনী সাঁওতালি শাড়িই বেছে নিতে পারেন। প্রসঙ্গত, এমনই একটি শাড়ি নিয়ে শনিবারই দিল্লি পাড়ি দিয়েছিলেন দ্রৌপদীর ভ্রাতৃজায়া সুকরি টুডু। তবে শেষ পর্যন্ত তেমনটা হয়নি।

সুকরি জানিয়েছিলেন, ‘‘দিদির জন‌্য আমি সাঁওতালদের ঐতিহ‌্যবাহী শাড়ি নিয়ে যাচ্ছি। আশা করছি, শপথ অনুষ্ঠানে দিদি এই শাড়িটাই পরবেন। তবে আমি জানি না, শেষ পর্যন্ত কী হবে? দিদি কোন শাড়ি পরবেন? কারণ নতুন রাষ্ট্রপতির পোশাক নিয়ে সিদ্ধান্ত রাষ্ট্রপতি ভবনই নেবে।’’ তবে সোমবার সকালে দেখা গেল, সাঁওতালি নয়, তেরঙ্গা শাড়িতে শপথ নিলেন দ্রৌপদী।

দ্রৌপদী মুর্মু হলেন ভারতের প্রথম প্রেসিডেন্ট, যিনি স্বাধীন দেশে জন্মগ্রহণ করেছেন। শপথগ্রহণের পর প্রথা মেনে তাঁকে ২১ বার বন্দুকের তোপ দিয়ে সম্মান জানানো হবে। সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

Related Posts

Leave a Reply