ব্যাক গিয়ারে গাড়ি চালিয়ে অবলীলায় পাড়ি দেন যে কোনো ডেস্টিনেশন !
কলকাতা টাইমসঃ
ব্যাক গিয়ারে গাড়ি চালানোকে স্বাভাবিক ঘটনা করে ফেলেছেন সন্তোষ রাজেশি। পেশায় ইঞ্জিনিয়ার সন্তোষের বাড়ি পুণেতে।
চলতি বছরের ১০ জানুয়ারি মহারাষ্ট্র থেকে গাড়ি নিয়ে রওনা দিয়েছিলেন। উল্টো দিকে গাড়ি চালিয়ে ছ’হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি। ১১টি রাজ্যে গাড়ি নিয়ে গিয়েছেন। জাতীয় সড়কে প্রতি ঘণ্টায় ৪৫ কিমি গতিতে গাড়ি চালান তিনি। সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টাতেও চালিয়েছেন সন্তোষ। ২০১৭ সালে জুন মাসের ১ তারিখে প্রথম উল্টো দিকে গাড়ি চালানো শুরু করেন এই ব্যক্তি। পুণে থেকে রায়গড় পর্যন্ত প্রথম গাড়ি চালিয়েছিলেন তিনি। প্রায় ১৮০ কিলোমিটার পথ উল্টো দিকে গাড়ি চালিয়ে যাত্রা শুরু করেন। এর পর উত্তর-পূর্ব ভারতে পাঁচ হাজার কিলোমিটার রাস্তা উল্টোদিকে গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে তার।
ইন্দো-পাকিস্তান সীমান্তে অমৃতসরের আত্তারিতেও গাড়ি চালিয়ে গিয়েছিলেন তিনি। এই ভাবে নারী শিক্ষা ও স্বচ্ছ ভারতের প্রচার চালাচ্ছেন বলেও দাবি করেছেন সন্তোষ। রাজ্য সরকার তাকে বিশেষ লাইসেন্স প্রদান করেছে এই ভাবে গাড়ি চালানোর জন্য।