ডিআরএস বিতর্ক : বিরাট কোহলির প্রবল সমালোচনায় প্রাক্তন ক্রিকেটাররা
কলকাতা টাইমসঃ
বিতর্কিত ডিআরএস সিদ্ধান্তের জন্য ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির আচরণের কড়া সমালোচনা করলেন প্রাক্তন সব কিংবদন্তি ক্রিকেটাররা। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেন, কোহলিকে তার কাজের জন্য জরিমানা বা সাসপেন্ড করা উচিত। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান ড্যারিল কালিনান মনে করেন, ভারত অধিনায়ককে ‘কঠোর শাস্তি’ দেওয়া উচিত। এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন এবং অ্যাডাম গিলক্রিস্টও।
প্রাক্তন লেগ-স্পিনার এমন সিদ্ধান্তের জন্য হতাশার দিকে ইঙ্গিত করেছিলেন, যা সময়ের সাথে সাথে আরও খারাপ হয়েছিল।ওয়ার্ন বলেন, ‘দেখুন, এটি একটি আকর্ষণীয় ঘটনা, আমি নিশ্চিত নই যে একটি আন্তর্জাতিক দলের অধিনায়কের এটি করা উচিত কিনা।’ বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর মতে, ভারতীয় অধিনায়কের হতাশা বাড়ছিল এবং তারপরে তা সেই চরম মুহূর্তে পৌঁছেছিল। গিলক্রিস্ট বলেন, ‘আমার ধারণা সমস্তটাই পূর্বপরিকল্পিত।’