মাতাল বাঁদর কে মৃত্যুদণ্ড মির্জাপুরে !
কলকাতা টাইমসঃ
মাতাল বাঁদর কে শেষপর্যন্ত মেরে ফেলার আদেশ দিলো বন দপ্তর। উত্তরপ্রদেশের মির্জাপুরে ঘটেছে এমনই আজব এক ঘটনা। জানা যাচ্ছে, মির্জাপুরের প্রায় ২৫০ জন মানুষ এই বাঁদরটির কামড় এবং আচরের শিকার হয়েছেন। সেখানকার এক তান্ত্রিকের পোষ্য ছিল কালুয়াকে নাকি প্রতিদিন মদ খাওয়াতেন তার প্রভু। তান্ত্রিকের মৃত্যুর পর মদ না পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে সে।
মির্জাপুরের ত্রাস হয়ে ওঠা কালুয়াকে বন দপ্তরের কর্মীরা দীর্ঘদিনের চেষ্টায় তাকে ধরতে সমর্থ হয়। এরপর থেকে কানপুর চিড়িয়াখানায় দীর্ঘ চিকিৎসার পরেও তার মেজাজের কোনো পরিবর্তন হয়নি। কালুয়ার চিকিৎসক মুহম্মদ নাসির জানান, ‘প্রায় তিন বছর চিকিৎসার পরও তার কোনও পরিবর্তন হয়নি।’