‘দুবাই ফ্রেম’, বিশ্বের বৃহত্তম ফ্রেম !
কলকাতা টাইমসঃ
অবিকল একটি ফটো ফ্রেমের রূপ নিয়েছে আস্ত একটা বাড়ি! দুবাইয়ের এই বাড়িটির নাম ‘দুবাই ফ্রেম’। দুবাইয়ের জাবিল পার্কে অবস্থিত এই বাড়িটিই গত ৩০ এপ্রিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। সাধারণ মানুষ টিকিট কেটে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এখানে যেতে পারেন।
বাড়িটি নির্মাণে খরচ হয়েছে ৫২৭ কোটি টাকা। ৫০তলা বাড়িটির গ্লাস টাওয়ারটি প্রায় ৫০০ ফুট লম্বা দুটি ফ্রেম দিয়ে এই তৈরি। বিশ্বের বৃহত্তম ফ্রেম এটি। গোটা শহরের ‘প্যানোরামিক ভিউ’ পাওয়া যায় এখান থেকে। দেখা যায় কারামা, দেইরা, বুর দুবাই এবং এমিরেটস টাওয়ারও।