November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ধর্ম রোজনামচা

দলিত হওয়ার কারণে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হলো না রাষ্ট্রপতিকে !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভারতে এবার সাম্প্রদায়িক বৈষম্যের শিকার হলেন রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ ও তার স্ত্রী সভিতা কোভিন্দ। অভিযোগ এই দম্পতি দলিত সম্প্রদায়ের। তাই উড়িষ্যার পুরী মন্দিরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি।

সনাতন ধর্মাবলম্বীদের চারটি বর্ণের বাইরের মানুষদেরকে দলিত বলা হয়ে থাকে। দলিতরা দীর্ঘদিন ধরে সামাজিকভাবে নিগৃহীত। উচ্চ বর্ণের হিন্দুরা তাদেরকে ‘অস্পৃষ্য’ বিবেচনা করে। জানা গেছে, ১৮ মার্চ পুরীর জগন্নাথ মন্দিরে প্রেসিডেন্ট ও তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এই ঘটনার তিন মাস পর পুরি জেলা প্রশাসন হঠাৎই তদন্ত শুরু করে।

কয়েকজন পুরোহিত মন্দিরের পুজা মন্ডপে যাওয়ার পথে প্রেসিডেন্ট ও তার স্ত্রীর প্রবেশে বাধা দেন। পুরোহিতের দল প্রেসিডেন্টের স্ত্রীকে ধাক্কাও মারে। পুরোহিতদের আচরণের প্রতিবাদ জানিয়ে স্থানীয় জেলা কালেক্টর অরভিন্দ আগরওয়ালের কাছে চিঠি পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। পরে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈঠকেও বসে মন্দির কমিটি। যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে ওড়িষ্যা প্রশাসন।

 

Related Posts

Leave a Reply