November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

রোবটের কারণে ব্যাপকহারে জনসংখ্যা কমছে জাপানে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

পরিবার মানেই ঝামেলা। ভরণ-পোষণের খরচ। দেখাশোনার ঝামেলা। কিন্তু যদি পরিবারের সদস্যরা এমন হয় যাদের প্রতি কোনো দায়িত্ব নেই, কোনো খরচ নেই। কিন্তু সঙ্গে তো থাকবেই, আড্ডা দিতে পারে, হাসাতে পারে, সব মনে রাখতে পারে। তার চোখের পলকে হারিয়ে যাওয়ার ইচ্ছা করবে। আবার যখন চাইবেন, যৌন সঙ্গমেও রাজি।এরা হলেন ডল। বা সেক্স ডল বলাই ভালো। জাপানে তাই আর কেউ পরিবার বাড়ানোর কথা ভাবছে না। এই সেক্স ডলের কারণেই এবার কার্যত বিপন্ন জাপানি সভ্যতা।

সেক্স ডলের প্রতি আসক্তির জেরে বিয়ে থেকে বিরত থাকছেন জাপানি যুবকরা। আর জেরেই ব্যাপক হারে কমতে শুরু করেছে সে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার। সম্প্রতি এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জাপানি বিজ্ঞানীরা। তাঁদের মতে, এমন চলতে থাকলে শীঘ্রই বিপন্ন হয়ে যাবে জাপানবাসী।

বাজারে আসার পর থেকেই জাপানেই সবচেয়ে বেশি ব্যবসা করেছিল সেক্স ডল। ডল প্রস্তুতকারক সংস্থা ডাচ হোয়াইভস জানিয়েছিল, শুধুমাত্র জাপানেই তারা ৪ লাখের সেক্স ডল বিক্রি করেছে।

২০১৭ সালে জাপানে জনসংখ্যা বৃদ্ধির হার ১০ লাখের কমে নেমে গিয়েছিল। ওই বছরই দেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ৭০ লাখ।

Related Posts

Leave a Reply