November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

‘টক্’ বুলি ফোটাবে বোবাদেরও 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বাক্যহীন’ মুখে কথা ফোটাবে খুদে বিজ্ঞানীর আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে। এই খুদে বিজ্ঞানীর বয়স সবেমাত্র ১৬ বছর। পড়াশোনা স্কুলে। ভারতীয় খুদে বিজ্ঞানীর খেলাধুলার ফাঁকেই চলে বিজ্ঞান চর্চা।

তার এক আবিষ্কৃত যন্ত্র্রের সাহায্যে এবার কম খরচেই কথা বলতে পারবেন লকড-ইন-সিনড্রোম অর্থাৎ গলা বা মুখমণ্ডলে পক্ষাঘাতের ফলে বাকশক্তি হারানো ব্যক্তিরা। তাও একেবারে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের সাহায্যে।

গুরগাঁওয়ের পানিপথের বাসিন্দা এই কিশোর বিজ্ঞানীর নাম আর্শ শাহ দিলবাগি। পানিপথের ডিএভি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সে। । এই খুদে বিজ্ঞানী এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে, যার ফলে মুখণ্ডল ও গলায় পক্ষাঘাতের ফলে বাকশক্তি হারানো ব্যক্তিরা সহজেই মনের ভাব প্রকাশ করতে পারবেন। তাও আবার স্রেফ স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের সাহায্যে। আর্শ এই যন্ত্রটির নাম দিয়েছে ‘টক’।

আর্শ জানিয়েছে, ‘টক’ নামক এই যন্ত্রে থাকছে একটি সেন্সর। লকড-ইন-সিনড্রোম আক্রান্ত মানুষ মনের ভাব প্রকাশ করতে চাইলে, তার শ্বাস-প্রশ্বাস থেকে সিগন্যাল পড়ে নেবে ওই সেন্সর। এরপর ওই সিগন্যাল কথায় রূপান্তরিত হবে।

একটি মাইক্রোফোনের সাহায্যে সেই কথা শোনা যাবে। ফলে মনের ভাব প্রকাশ করতে বাকশক্তি হারানো ব্যক্তিকে কোনো রকম কসরতই করতে হবে না। স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিলেই হবে। ‘টক’ ওই শ্বাস-প্রশ্বাসকে কথায় রূপান্তরিত করে দেবে।

মোটর নিউরো ডিজেবিলিটি’র ফলে বাকশক্তি হারানো ব্যক্তিরা মনের ভাব প্রকাশের জন্য সাধারণত যে অগমেন্টেটিভ অ্যান্ড অলটারনেটিভ কমিউনিকেশন (এএসি) ডিভাইস ব্যবহার করে থাকেন, সেগুলোর থেকে ‘টক’ অনেক বেশি কার্যকরী বলেই দাবি আর্শের।

আর্শের আবিষ্কৃত এই ডিভাইসের দাম রাখা হয়েছে ৮০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৫ হাজার টাকার কাছাকাছি। খুদে বিজ্ঞানীর দাবি, বয়স ও লিঙ্গ অনুযায়ী নয়টি আলাদা আলাদা স্বরে কথা বলা যাবে ‘টক’-এ। ইংরেজি ছাড়াও কথা বলা যাবে অন্য ভাষাতে।

Related Posts

Leave a Reply