February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ওপার বাংলা রোজনামচা শিল্প ও সাহিত্য

জাফর ইকবালের ওপর  হামলার সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ব্যস্ত মোবাইল নিয়ে 

[kodex_post_like_buttons]
নিউজ ডেস্কঃ 
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকায় জীবনের উপর বারবার হুমকি আসছিলো জাফর ইকবালের। সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য পুলিশ পাহারা দেয়া হচ্ছে। কিন্তু গতকাল তার উপর হামলার সময়  নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। 

নিরাপত্তার  দায়িত্বে থাকা পুলিশের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে হামলাকারীকে। জাফর ইকবালের ওপর হামলার আগে তোলা এক ছবিতে দেখা যায়, নিরাপত্তার দ্বায়িত্বে থাকা তিনজন পুলিশের ২ জনকেই দেখা গেছে মোবাইল নিয়ে ব্যস্ত। আর এসব কারণেই নিরাপত্তার দায়িত্বে থাকা এসব পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে সকাল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। অনেকটা উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। বিক্ষোভেও সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে। কেউ কেউ বলছেন, সেসময় তারা ফেসবুকে ব্যস্ত ছিলেন। এটা চরম অবহেলা। 

উল্লেখ্য, শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ওই অনুষ্ঠান চলাকালীন হামলার শিকার হন জাফর ইকবাল। সেই সময় এক পুলিশ কর্মীও আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। জাফর ইকবালকে শঙ্কামুক্ত মনে করা হলেও উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে সিলেট থেকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়া হয়। 

Related Posts

Leave a Reply