করোনাকালে জন্মহার নিয়ন্ত্রণে অভিনব উদ্যোগ নিলো সিঙ্গাপুর
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে চলতে থাকা করোনা অতিমারীর কারণে আর্থিক মন্দার মুখে গোটা বিশ্ব। যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবন ধরণের ওপরে। চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হয়েছে বিশ্বের বোরো অংশের জনগণকে। হু হু করে বেড়ে চলেছে বেকারের সংখ্যা। জীবন ধারণের জন্য পেশা বদল করতে বাধ্য হয়েছেন অনেকেই। জানা যাচ্ছে, এই সংকটকালে সন্তানের জন্ম দেওয়া থেকেও পিছিয়ে আসছেন বহু দম্পতি। বিভিন্ন দেশের জনসংখ্যার হরে যা ভবিষ্যতে বড়ো ধরণের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এমন পরিস্থিতিতে দেশের জন্মহারকে নিয়ন্ত্রণে রাখতে অভিনব উদ্যোগ নিলো সিঙ্গাপুর প্রশাসন। এই অতিমারীর সময়ে যে সমস্ত দম্পতিরা সন্তানের জন্ম দেবেন তাদের বড়ো অংকের আর্থিক সহায়তা দেবে সিঙ্গাপুর সরকার। প্রশাসনের ধারণা, আর্থিক সুরাহার নিশ্চয়তা পেলে অনেক দম্পতিই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন। প্রসঙ্গত, বেশ কিছু বছর ধরেই সেদেশের জন্মহার ক্রমাগত কমে চলেছে। যে কারণেই এই ‘প্যান্ডামিক বেবি বোনাস এর কথা ঘোষণা করেন সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী।