লকডাউন চলাকালীন বিয়ে করে গ্রেফতার বর-কনে সহ আস্ত বিয়েবাড়ি!
কলকাতা টাইমসঃ
লকডাউন চলাকালীন বিয়ে করে গ্রেফতার বর-কনে সহ আস্ত বিয়েবাড়ি! সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ঘটেছে এই ঘটনা। জানা গেছে, করোনা আতঙ্কের মধ্যেই বিয়ের আসর বসিয়েছিলেন পাত্র জাবুলানি জুলু। পাত্রির নাম নমথন্দাজ খিজ। বিয়েতে লকডাউন ভেঙে উপস্থিত হয়েছিলেন ৫০ জন অতিথি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বর-কনে সহ সমস্ত অতিথিদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় থানায়। জানা গেছে পরে মোটা অংকের জরিমানার পর তাদের মুক্তি দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকাতে এখন লকডাউনের দ্বিতীয় সপ্তাহ চলছে। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত সেখানে লকডাউনঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮৪৫ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের।