বিক্ষোভের সময় পুলিশকর্মীকে মৃত্যর হাত থেকে বাঁচিয়ে হিরো মুসলিম বৃদ্ধ
কলকাতা টাইমসঃ
উত্তরপ্রদেশের ফিরোজাবাদে তখন চলছিল নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রবল বিক্ষোভ। অবস্থা সামাল দিতে গিয়ে ভিড়ের মধ্যে আটকে পড়েন এক পুলিশকর্মী। তাকে রাস্তায় ফেলে গণপিটুনি শুরু করেন বিক্ষোভকারীরা। ঠিক সেই সময় এক মুসলিম বৃদ্ধ তাকে প্রায় মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপাতত হিরো।
আক্রান্ত পুলিশকর্মী অজয় কুমার জানান, ‘বিক্ষোভকারীদের শান্ত করতে গেলে তারা আমাকে রাস্তায় ফেলে মারধর শুরু করে। ঠিক সেই সময় ভগবানের মতো এসে হাজির হন হাজি কাদির। আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে নতুন জামাকাপড় এনে দেন। পরে থানায় পৌঁছেও দেন। হাজি কাদির জানান, ‘আমি নামাজ পড়ছিলাম। আচমকা চিৎকার শুনে ছুটে গিয়ে ওই পুলিশকর্মীকেউদ্ধার করি। যা করেছি মানবিকতার খাতিরেই করেছি।’