ক্রিকেটকে শাসন করতে আবারও ক্রিকেটে ফিরছেন ডোয়েন ব্র্যাভো !

কলকাতা টাইমসঃ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন গত বছর। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনের ওপর একরাশ ক্ষোভ নিয়ে ক্রিকেটকে বিদায় দেন ডোয়েন ব্র্যাভো। প্রেসিডেন্ট হিসেবে ক্যামেরনের ৬ বছরের মেয়াদ শেষ হওয়ার পর আবারো ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন এই ওয়েস্টইন্ডিজ তারকা।
সেদেশের ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ম্যানেজার রিকি স্কেরিট। ব্র্যাভো বলেন, “প্রতিহিংসাপরায়ণ লোকের হাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অনেক ভুগেছে। যারা কিছু ক্রিকেটারকে সবসময় দলের বাইরে রাখতে চাইতেন। অনেক ক্যারিয়ার শেষ করে দিয়েছেন তারা। বিশ্বের সবচেয়ে লম্বা দড়িও একসময় শেষ হয়ে যায়। আর তা হতে দেখে ভাল লাগছে।”