November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

কান-ই বলে দেবে আপনার গোপন কথাটি, কিভাবে?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বৈদিক জ্যোতিষ সামুদ্রিক শাস্ত্রের উপরে বিশেষভাবে নির্ভরশীল। সমুদ্রশাস্ত্র মানব শরীরের বিভিন্ন অঙ্গের চেহারা বিশ্লেষণ করে মানব চরিত্রে উপনীত হতে চায়। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই বিশ্লেষণ সম্ভব বলে মনে করে সমুদ্রশাস্ত্র।

প্রতিটি মানুষের কানের গড়নে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের কারণে তিনি অন্যের চাইতে আলাদা। সে কথাকে মনে রেখেই সমুদ্রশাস্ত্র নির্ণয় করে মানুষের চরিত্র। এই লক্ষণগুলি জানা থাকলে আপনিও পারবেন অন্যের চরিত্র নির্ণয় করতে।

• যাঁদের কানের লতির পুরোটাই চোয়ালের সঙ্গে জোড়া থাকে, তাঁরা দৃঢ় ব্যক্তিত্বের মানুষ। তারা আত্মসচেতন এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণাসম্পন্ন।

• যাঁদের কানের লতির সঙ্গে চোয়ালের ফাঁক সামান্য, তাঁরা বেশ উৎফুল্ল চরিত্রের মানুষ হন। সুখ তাঁদের অনুসরণ করে। তবে এঁরা বিচারবুদ্ধি হারান না কখনই।

• যাঁদের কানের লতি চোয়াল থেকে একেবারেই আলাদা, তাঁরা একেবারেই মুক্ত স্বভাবের মানুষ। তাঁরা উদারভাবাপন্ন। ভালবাসার ব্যাপারে তাঁরা দারুণ প্যাশনেট।

• যাঁদের কানের উপরিভাগ গোলাকার, তাঁরা বন্ধু হিসেবে নির্ভরযোগ্য। তাঁরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।

• যাঁদের কানের গড়ন চৌকো, তাঁরা মনোযোগী মানুষ। কিন্তু তাঁদের আত্মপ্রেম ভয়ানক। রসবোধও কিঞ্চিৎ কম।

• যাঁদের কানের উপরিভাগ সূচালো, তাঁরা চিন্তাশীল ও উদারভাবাপন্ন হন।

Related Posts

Leave a Reply