November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার

[kodex_post_like_buttons]

নিজস্ব প্রতিবেদনঃ ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। কম্পনের জেরে কোনও বড়সড় ক্ষতি হয়েছে কি না, সে বিষয় খোঁজ চলছে।

রিপোর্টে প্রকাশ, শুক্রবার মাঝ রাতে আচমকাই কেঁপে ওঠে মায়ানমার। রাজধানী শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে ছিল কম্পনের উত্সস্থল। আতঙ্কের আঁচ পেতেই মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়তে শুরু করেন। কিন্তু, শেষ খবর পাওয়া পর্যন্ত, শুক্রবারের ওই কম্পনের জেরে কোনও বড় বিপর্যয়ের খবর মেলেনি।

প্রসঙ্গত ২০১৬ সালে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। ২০১৬ সালের ওই কম্পনে মৃত্যু হয়েছিল ৩ জনের। আহত হয়েছিলেন আরও বেশ কয়েকজন। ২০১২-তেও কেঁপে ওঠে মায়ানমার। ওই সময়ও কম্পনের মাত্রা ছিল ৬.৮। ২০১২-র ভূমিকম্পে মৃত্যু হয় কমপক্ষে ২৬ জনের। আহত হন কমপক্ষে ১০০ জন।

Related Posts

Leave a Reply