সেকেন্ডে উঠবে কাচ থেকে জলের সাদা দাগ, রইল সহজ উপায়

অনেক সময় দেখা যায় বৃষ্টির পর থাই জানালার কাচে জল শুকিয়ে দাগ পড়ে যায়। আবার বাথরুম বা বেসিনের আয়নায় পানি পড়ে সাদা সাদা দাগ পড়ে যায়। কাচে যখন জল পড়ে, তখন সেটা ধীরে ধীরে শুকিয়ে গেলেও জলে থাকা মিনারেল কাচে বসে যায়। ছোপ ছোপ সাদা দাগের সৃষ্টি করে।
সহজে এই দাগ উঠতে চায় না।
সাদা জেদি দাগ তুলতে যা করতে পারেন
১. অর্ধেক জল এবং অর্ধেক ডিস্টিল বা বিশুদ্ধ জল মিশিয়ে নিন। একটি স্প্রে বোতলে ভরে আয়নায় স্প্রে করে দিন। এরপর কয়েক মিনিট রেখে দিন। কিছুক্ষণ পর একটি কাপড় দিয়ে মুছে ফেলুন।
২. একটি লেবু নিয়ে হাফ করে কেটে ফেলুন। এরপর সরাসরি দাগে লেবুর টুকরাটি দিয়ে ঘষুন। লেবুতে থাকা এসিড দাগ তুলে ফেলতে পারে। ঘষা শেষ হলে কাপড় দিয়ে মুছে ফেলুন।
৩. বেকিং সোডা এবং জল মিশিয়ে পেষ্ট করে কাচে ঘষে মুছে ফেলুন।
৪. লেবু বা ভিনেগারের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে কাচে লাগিয়ে কিছুক্ষণ রেখে মুছে ফেলুন।