January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

ক্ষতি জেনে এই ওষুধ খাচ্ছেন তো !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

জকাল প্রায় সবাইকে ঘরে-বাইরে খুব ব্যাস্ত থাকতে হয়। টানা কাজের ফাঁকে সময় বের করা প্রায় অসম্ভব। এর মধ্যে যদি অসুস্থ হন তবে তো আর কথাই নেই। দ্রুত সুস্থ হতে এন্টিবায়োটিক ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। কিন্তু আমরা কি জানি এন্টিবায়োটিক শরীরের জন্য কতটা খারাপ। এটি হয়তো আমাদের তাৎক্ষনিক সুস্থতা এনে দেয় কিন্তু এর ফলে হতে পারে দীর্ঘমেয়াদী অসুখ।

স্থূলতার ঝুঁকি বাড়ায়: একটি পরীক্ষায় দেখা গেছে, বিভিন্ন প্রাণী দ্রুত মোটা করার জন্য নিম্নমাত্রার এন্টিবায়োটিক ব্যবহার করা হয়। এতে তারা তাড়াতাড়ি বড় ও মোটা হয়। যা শরীরের জন্য খুব ক্ষতিকর। মারাত্মক ক্ষতিকর এই রাসায়নিক পদার্থ এন্টিবায়োটিকে থাকায় এটি মানুষের ওজন বাড়ায়।

টাইপ ২ ডায়াবেটিস জন্য দায়ী: এন্টিবায়োটিক অন্ত্রের অনেক উপকারী ব্যাকটেরিয়াও মেরে ফেলে। যা রোগ প্রতিরোধক ব্যবস্থায় মারাত্মক ক্ষতি ঘটায়। যদি অল্প বয়সে কেউ অনেক বেশি এন্টিবায়োটিক খায় তাহলে এটি আপনার রোগ প্রতিরোধক ব্যবস্থাকে দুর্বল করে দিবে। এতে আপনার অগ্ন্যাশয়ের কার্যক্ষমতা কমে যাবে যা আপনার ইনসুলিন গ্রহণের প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলবে এর ফলে টাইপ ২ ডায়াবেটিস হওয়ার সম্ভবনা বেড়ে যায়।

এজমার জন্য দায়ী: এন্টিবায়োটিক গ্রহণের ফলে এইচ পাইলরি’র মতো ব্যাকটেরিয়া ধ্বংস করে। এ ধরণের ব্যাকটেরিয়া খারাপ হলেও এটি মানুষকে এজমা থেকে রক্ষা করে। তাই এন্টিবায়োটিক এই ব্যাকটেরিয়া মেরে ফেলায় আমাদের এজমা হওয়ার সমাভবনা অনেকটাই বেড়ে যায়।

সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা কমায়: এন্টিবায়োটিক গ্রহণের সবচেয়ে খারাপ দিক হল এটি সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। যারা নিয়মিত এন্টিবায়োটিক খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়।

Related Posts

Leave a Reply