দাউদের ভাই খোয়ালেন বিপুল টাকার সম্পত্তি, ইডির পদক্ষেপ
ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, তোলাবাজি করে আদায় করা থানের এই ফ্ল্যাটের মূল্য প্রায় ৭৫ লক্ষ টাকা। এই তোলাবাজিতে কাসকরের পাশাপাশি যুক্ত তাঁর সঙ্গী মুমতাজ শেখ ও ইসরার সইদ। দাউদের নাম করে জোর করে এই ফ্ল্যাট দখল করা হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, বিলাসবহুল এই ফ্ল্যাট মুমতাজের নামে রেজিস্টার। রিয়েলস্টেট ব্যবসায়ী সুরেশ মেহেতা ও তাঁর সংস্থা দর্শন এন্টারপ্রাইজকে হুমকি দিয়ে ১০ লক্ষ টাকার চেকের মাধ্যমে দখল করা হয়েছিল ফ্ল্যাটটি। পরে সেই ১০ লক্ষ টাকাও ফেরত নেওয়া হয়।
ইডি আধিকারিকদের দাবি, ফ্ল্যাটটি যে টাকার বিনিময়ে কেনা হয়েছে এর সঙ্গে তোলাবাজির যোগ নেই, তা দেখানোর জন্য ১০ লক্ষ টাকার চেক দেওয়া হয়েছিল পরে তা হুমকি দিয়ে ফিরিয়েও নেওয়া হয়। ২০১৭ সালে এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল পুলিশের কাছে। গ্রেপ্তারও করা হয় কাসকরকে।