গ্রেফতার এই সময় পত্রিকার সম্পাদক সুমন চট্টপাধ্যায়
[kodex_post_like_buttons]
গতকাল দুপুরে সল্টলেকের CGO কমপ্লেক্সের CBI দপ্তরে তাঁকে ডাকা হয়েছিল। এর আগে চারবার ডাকা হয়েছিল তাঁকে। প্রথমবার আসার পর CBI দপ্তরে বেশকিছু নথিপত্র জমা দেন তিনি। যদিও পরে তিনবার ডাকা হলেও তিনি এড়িয়ে যান। আজ ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় CBI। দীর্ঘক্ষণ জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
সূত্রের খবর, আজ তাঁকে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হবে। পরশু রাতে শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছিলেন সুমন। তাঁকে দেশ ছাড়তে আগেই CBI-র তরফে নিষেধ করা হয়েছিল। কিছুদিন আগে তিনি অ্যামেরিকা যাচ্ছিলেন, তখনই তাঁকে CBI-র তরফ থেকে যেতে নিষেধ করা হয়। CBI সূত্রে জানা গেছে, বেআইনি অর্থলগ্নি সংস্থা আই কোর সংক্রান্ত একাধিক তথ্য গোপন করছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও রয়েছে।