ডিমের ওপর ডিম্ ! সম্ভব ?
কলকাতা টাইমসঃ
নিষ্ঠাই বোধহয় পারে অসম্ভবকেও সম্ভব করতে। এমনই এক অসম্ভব কাজকে অবলীলায় করে দেখালেন মোহাম্মদ আবেল হামীদ মুকবেল নাম এক যুবক। আচ্ছা, আপনাকে যদি বলা হয় টেবিলের ওপর একটা ডিম্ কে দাঁড় করিয়ে রাখতে। পারবেন? উত্তর নিশ্চিৎ না। কিন্তু এই যুবক শুধু একটা নয়, একটার ওপর একটা ডিমকে অবলীলায় দাঁড় করিয়ে রেখে নাম তুলে ফেললেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খাতায়।
মাত্র ছ’বছর বয়স থেকেই ব্যালান্সের খেলায় মনোনিবেশ করেন আবেল। প্রতি নয়ত সেই অনুশীলনের ফলে মাত্র ২০ বছর বয়সেই এই অসাধ্য সাধন করে ফেলেছেন তিনি। এই কাজে সব থেকে গুরুত্বপূর্ণ হল প্রত্যেকটি ডিমের ভরকেন্দ্রকে একটি সরলরেখায় আনা। আর সেটাই দিনের পর দিন ধৈর্যের সঙ্গে অভ্যাস করে গিয়েছেন আবেল হামীদ। ইয়েমেনে জন্মগ্রহণ করা আবেল, বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাসিন্দা।