রাশিয়া বিশ্বকাপে খেলতে দেখা যাবে না মিশরীয় তারকা সালাহ -কে!
[kodex_post_like_buttons]
নিউজ ডেস্কঃ
৩১ মিনিটের মাথায় চোখে জল নিয়ে মোহাম্মদ সালাহ যখন মাঠ ছাড়ছিলেন তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল লিভারপুলের ভাগ্য। টানা তিনটি মরসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ৩-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে সংঘর্ষের পর কাঁধে চোট পেয়েছেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, চোট পাওয়ার পর সালাহ এখন বিশ্বকাপ নিয়েই অনিশ্চয়তায় ভুগছেন।
চোট পাওয়ার পর প্রথমে মাঠেই চিকিৎসা নিয়ে খেলতে চেয়েছিলেন সালাহ। কিন্তু শেষপর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। সালাহ আশা ছেড়ে দিলেও এখনও আশাবাদী মিশরের ফুটবল সংস্থা। তারা টুইটারে জানিয়েছে, সালাহর কাঁধের লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বিশ্বকাপের আগেই সে ঠিক হয়ে যাবে। মিশরের ক্রীড়া মন্ত্রী খালেদ আব্দেল-আজিজ ফেসবুকে বলেছেন, ওর সুস্থ হতে দু সপ্তাহ সময় লাগবে। এখন সে লিভারপুলেই থাকবে, সেখানেই তার পুনর্বাসন হবে। এর পর ইতালিতে সে মিশরের বিশ্বকাপ দলের শিবিরে যোগ দেবে।