মিশরে ৭৫ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ডের আদেশ!
কলকাতা টাইমসঃ
মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৭৫ সমর্থককে মৃত্যুদণ্ডের আদেশ দিলো সেদেশের আদালত। ২০১৩ সালে মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রাজধানীর রাক্কা স্কয়ারে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে শনিবার আদালত তাদের এই শাস্তি দেয়। তাদের বিরুদ্ধে ‘অবৈধ বিক্ষোভ’ ও হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে বর্তমান সরকার।
মিশরের নিয়ম অনুযায়ী কারও মৃত্যুদণ্ড দিতে হলে কোর্টের নির্দেশটি অতি দ্রুত দেশের প্রধান ইসলামিক আইন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তবে সাধারণত ইসলামিক আইন কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মুফতি আদালতের কোনো রায়ের সঙ্গে দ্বিমত করেন না। উল্লেখ্য, ২০১৪ সালে মুসলিম ব্রাদারহুডের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদীকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় ইসলামিক আইন কর্তৃপক্ষ বাতিল করে দেয়। পরে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।