যেভাবেই হোক প্রতিবেশী রাষ্ট্রগুলোর জমি দখলই একমাত্র ধ্যান জ্ঞান চীনের
কলকাতা টাইমসঃ
যেভাবেই হোক প্রতিবেশীর জমি দখলের চেষ্টা চীনের মজ্জাগত রোগ। দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাস্টার সঙ্গে ছলে-বলে-কৌশলে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। ভারতের বিভিন্ন সীমান্তও সেই জবর দখলের বাইরে নয়। ভারত এবং চীনের মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে। গত ৪৫ বছরে প্রথম ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতে প্রাণহানির ঘটনা ঘটে এই দুই দেশের সেনার।
এছাড়াও, পূর্ব নেপালের হুলা, রাসুয়াসহ মোট ৪ জায়গা দখল করে বসে রয়েছে চীন। এমনকি, দক্ষিণ চীন সাগরেও বেশ কিছুদিন ধরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে চীন। এই অঞ্চলটিই বিষের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথ। যেখানে ব্যবসার পরিমান ৩.৫ ট্রিলিয়ন ডলারে। এই অঞ্চলেই বিভিন্ন দ্বীপের দখল নিয়ে চীন তাদের অগ্রাসন জিইয়ে রেখেছে তাইওয়ান, ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনামের সঙ্গে। এমনকি গোটা তাইওয়ান তাদের বলে দাবি করে থাকে চীন।