ঘুম হারাম করলেও আপনার বয়স বাড়তে দেয় না ‘একনি’!
কলকাতা টাইমস :
মুখে একনি উঠলে যেকোনো মানুষের ঘুম হারাম হয়ে যায়। এটা যেন দুই চোখের বিষ। একে দূর করার কাজটি বেশ কঠিন। আবার চলে গেলেও একটা স্থায়ী দাগ রেখে যেতে পারে। তবে নতুন গবেষণায় মুখের এই বিরক্তিকর একনির ভালো দিক খুঁজে বের করেছেন কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা। একনি মানুষের বয়স বৃদ্ধির হার কমিয়ে আনে।
জার্নাল অব ইনভেস্টিগেটিভ ডার্মাটোলজিকে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষকরা ১২০৫ জন ব্রিটিশ নারীর শ্বেত রক্তকণিকা পরীক্ষা করে দেখেন। এদের এক-চতুর্থাংশ একনির সমস্যা ভুগছেন। যাদের একনি রয়েছে তাদের রয়েছে শ্বেত রক্তিকণিকার টেলোমেরিস। এগুলো কোষের বিভাজন প্রতিরোধ করে। অর্থাৎ যাদের মুখে ব্রন রয়েছে তাদের কোষ বুড়িয়ে যাওয়ার হার অনেক কম থাকে।
এ গবেষণায় একনির উপকারিতা তুলে ধলা হলো। একনিপূর্ণ ত্বকে পরিষ্কার ত্বকের চেয়ে অনেক ধীরে ধীরে
বয়সের ছাপ পড়ে। অনেক ডার্মাটলজিস্ট ত্বকে তেলে পরিমাণ বৃদ্ধি করে দেন। এটি ত্বক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে এবং ত্বক একনিমুক্ত থাকে। নতুন গবেষণায় একনির উপকারিতার বৈজ্ঞানীক ব্যাখ্যাসহ দেওয়া হলো।