স্মৃতি ইরানির সঙ্গে ১৪ কিলোমিটার পথ হাঁটলেন একতা কাপুর !
কলকাতা টাইমসঃ
রাহুল গান্ধীর আমেঠিতে ধরাশায়ী হয়েছেন রাহুল। জিতেছেন স্মৃতি ইরানি। আজ গণেশের আশীর্বাদ নিতে সিদ্ধি বিনায়ক মন্দিরে পৌঁছে যান স্মৃতি। গরমের উত্তাপকে উপেক্ষা করে ১৪ কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে যান স্মৃতি ইরানি। সঙ্গী ছিলেন একতা কাপুর।
এক সময় টেলিভিশন একতা কাপুরের ‘সাস ভি কাভি বহু থি’ সিরিয়ালের বদৌলতেই বিজেপির নজরে এসেছিলেন অভিনেত্রী স্মৃতি ইরানি। সেই থেকেই তাদের বন্ধুত্বের শুরু। সেই বন্ধুত্ব আজও অটুট। সেই দিনের কথা ভেবেই সোশ্যাল মিডিয়ায় ‘সেলফি’ পোস্ট করেন একতা কাপুর।