February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পাকিস্তানে সামনে নির্বাচন, এবার কি প্রধানমন্ত্রী হিসেবে শিকে ছিড়বে ইমরান খান -এর ?

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আগামী ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে সেদেশের সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে নুতনভাবে এগোতে চাইছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই), যে দলের নেতা ইমরান খান। রবিবার ‘দুর্নীতিবাজ’ শাসকদের পতন ঘটানোর শপথ নিয়ে আসন্ন নির্বাচনে জয় লাভের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

এবার পাকিস্তানি প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রাক্তন এই তারকা ক্রিকেটার। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া-ইমরান খানের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আর আগামী নির্বাচনকে ঘিরে এই স্বপ্ন পূরণে অনেকটাই আশাবাদী তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধানও তিনি। পাকিস্তানে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন)-এর প্রধান প্রতিদ্বন্দ্বী পিটিআই। নওয়াজ শরীফ রাজনীতিতে নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত দলটির প্রধান ছিলেন তিনিই।

রবিবার এক সভায় ইমরান জানান, তাঁর দল আসন্ন নির্বাচনে পিএমএল-এন-কে পরাজিত করবে। এই বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের রায়ে ক্ষমতাচ্যুত হন। শুধু তাই নয়, আজীবন রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছেন নওয়াজ।

 

Related Posts

Leave a Reply