November 12, 2024     Select Language
Uncategorized

সীমান্তের উত্তেজনার সঙ্গেই পারদ চড়ছে নির্বাচনেও 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

দেশে লোকসভা নির্বাচন আসন্ন। একদিকে যেমন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে ভোটের রণকৌশল তৈরি করছে তেমনি প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনও। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে কমিশন। সবমিলিয়ে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই নির্বাচন নিয়েও পারদ চড়ছে।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে এবারের লোকসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৯০ কোটির মতো। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা প্রায় ১.৬০ কোটি। যদিও নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় আরও কিছু নতুন ভোটারের নাম সংযোজিত হতে পারে, সেক্ষেত্রে ভোটারের সংখ্যা আরও কিছু বাড়তে পারে।

২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী গোটা দেশে ভোটারের সংখ্যা ৮৯.৮৮ কোটি। এরমধ্যে ৪৬.৫ কোটি পুরুষ ভোটার, ৪৩.২ কোটি নারী এবং ৩৩,৩১৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সার্ভিস ভোটারের (সেনা সদস্য, অস্ত্রধারী পুলিশ এবং বিদেশে কর্মরত সরকারি কর্মীরা) সংখ্যা প্রায় ১৬.৬২ লাখ।

২০১৪ সালের নির্বাচনে মোট ৮৩.৪ কোটি ভোটারের মধ্যে ৪৩.৭০ কোটি পুরুষ, ৩৯.৭ কোটি নারী ও ২৮,৫২৭ তৃতীয় লিঙ্গ এবং সার্ভিস ভোটারের সংখ্যা ছিল ১৩.৬ লাখ।
ভারতের নির্বাচন কমিশন সূত্রে খবর ভোট দানের জন্য দেশ জুড়ে ৪.৩৬ লাখ জায়গায় মোট ১০,৩৫,৯৩২ ভোট গ্রহণ কেন্দ্র খোলা হবে।
এবারের নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা ১.৫৯ কোটি, যা মোট ভোটারের শতকরা ১.৭ ভাগ। এই ভোটারদের বয়স ১৮ থেকে ১৯ এর মধ্যে। যদিও ২০১৪ সালের নির্বাচনের তুলনায় এই সংখ্যা একটু কম। গত নির্বাচনে ১৮-১৯ বয়সী ভোটারের সংখ্যা ছিল ২.৩ কোটি।
আসন্ন নির্বাচনে যারা প্রথমবারের মতো তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন তাদের মধ্যে বেশি সংখ্যক ভোটার রয়েছেন দেশটির রাজস্থানে। এই রাজ্যটিতে নতুন ভোটারের সংখ্যা ২০.৩ লাখ, পশ্চিমবঙ্গে ২০ লাখ, উত্তরপ্রদেশে ১৬.৭৬ লাখ, মধ্যপ্রদেশে ১৩.৬ লাখ মহারাষ্ট্রে নতুন ভোটারের সংখ্যা ১১.৯৯ লাখ।

দেশজুড়ে লোকসভার পাশাপাশি ওড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং অরুনাচল প্রদেশেও বিধানসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণঅ করতে পারে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর এবারের লোকসভা নির্বাচন হতে পারে ৬-৭ দফায়। কমিশনের পূর্ণ বেঞ্চ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, ওড়িষ্যা, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্য সফর করেছে। শিগগির নির্বাচনে নিরাপত্তা বাহিনী সহ অন্য বিষয়গুলি নিয়ে নির্বাচন কমিশন সহ অন্য নিরাপত্তা এজেন্সিগুলো সাথে বৈঠকে বসতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Related Posts

Leave a Reply