মশার আতঙ্কে জরুরি অবস্থা জারি
কলকাতা টাইমস :
মশার আতঙ্কে জরুরি অবস্থা জারি করতে হয়েছিল এই দেশের সরকারকে । মশা থেকে জন্ম নেওয়া বিশেষ ভাইরাসের কারণে ব্রাজিলের ২৪ হাজার শিশুর মস্তিস্ক ক্ষতিগ্রস্থ হয়েছে মারাত্মকভাবে। ইতিমধ্যে রোগে মৃত্যু হয়েছে ২৯টি শিশুর। ব্রাজিলের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জিকা নামের এই বিশেষ ভাইরাস প্রথম পাওযা গিয়েছিল আফ্রিকায় বাঁদরের দেহে, আজ থেকে প্রায় ৭০ বছর আগে। এই ভাইরাসের আক্রমনে মস্তিস্কের স্নায়ু মারাত্মক ভাবে আক্রান্ত হয়। থাকে মৃত্যুর আশঙ্কাও।
যদিও মাস খানেক আগে ব্রাজিলের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রশাসনকে এই জীবানুর আক্রমনের ব্যাপরে সতর্ক করা হয়েছিল। কিন্তু ব্রাজিল প্রশাসন বুঝতে পারেনি এত দ্রুত আক্রান্তের সংখ্যাটা এতটা বেড়ে যাবে। সাধারণ মানুষের কাছে প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, যেন এই সময়ে মহিলারা গর্ভধারণ না করেন। রোগের প্রকোপ কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা জরুরি।
মশার আতঙ্কে জরুরি অবস্থা জারিবিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হযেছে, আক্রান্ত শিশুদের বিশেষ দেখভালের দরকার। শারীরিক ভাবে এরা দুর্বল, এদের রোগে পড়ার সম্ভাবনাও অনেকটা। তাই ব্রাজিলে এখনই জন্ম নিয়ন্ত্রণ করা প্রয়োজন।