বৌদ্ধ-মুসলিম সংঘর্ষে রণক্ষেত্র শ্রীলঙ্কা, জারি করা হলো জরুরি অবস্থা !
নিউজ ডেস্কঃ
শ্রীলঙ্কায় ১০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকের পর এই ঘোষণা করা হয়। মসজিদ ও মুসলমানদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর একের পর এক হামলার পর এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
কেন্ডি শহরের কিছু কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে যেখানে সংখ্যাগুরু বৌদ্ধ সিনহালারা মুসলিমদের মালিকানাধীন দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছিলো। আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির পাশে মুসলিম এক তরুণের মৃতদেহ উদ্ধারের পর সেখানে উত্তেজনা ছড়ায়। মুসলিমরাও প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কায় সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। ২০১২ সালের পর থেকে শ্রীলঙ্কায় উত্তেজনা বাড়তে থাকে। কট্টরপন্থী একটি বৌদ্ধ সংগঠন বিবিএসের বিরুদ্ধে উত্তেজনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে।