পাকিস্তানে এমার্জেন্সি ল্যান্ডিং ভারতীয় বিমানের

কলকাতা টাইমসঃ
করাচি বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং ভারতীয় বিমানের। মাঝ আকাশে এক যাত্রী হঠাৎই অত্যন্ত অসুস্থ বোধ করায় পাকিস্তানের মাটিতে নামতে হয় ইন্ডিগো এয়ারলাইন্সের ওই বিমানটিকে। জানা যাচ্ছে হাবিবুর রহমান (৬৭) নামে ওই যাত্রী হঠাৎই হৃদরোগে আক্রান্ত হলে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নেন বিমানের পাইলট।
আজ সকালে শারজা থেকে ভারতের লক্ষ্ণৌ শহরে ফিরছিলো ইন্ডিগোর ওই বিমান। মাঝ আকাশে বিমানে থাকা ওই যাত্রী হৃদরোগে আক্রান্ত হন। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করার পর বিমানটিকে করাচির জিন্না বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। সেখানে ল্যান্ডিংয়ের পর বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকরা ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। গামী ইন্ডিগোর বিমানে ওই ব্যক্তির মৃত্যু হয়।