আমিরশাহির পাসপোর্টকে বিশ্বের সেরা পাসপোর্টের তকমা
কলকাতা টাইমসঃ
সংযুক্ত আরব আমিরশাহির পাসপোর্টকে এই দশকের সেরা পাসপোর্ট হিসাবে নির্বাচিত করা হলো। বিগত ১০ বছরে নিজেদের পাসপোর্টের ক্ষমতা ১৬১ শতাংশ বাড়িয়ে বিশ্বের দরবারে বিপুল ক্ষমতাশালী হয়েছে আমিরশাহির পাসপোর্ট ইনডেক্স। আমিরশাহির পাসপোর্টের বর্তমান মোবিলিটি স্কোর ১৭৯ পয়েন্ট। বিশ্বের প্রায় ৯০ শতাংশ দেশেই আমিরশাহির মানুষ ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা ভোগ করে থাকেন।
সেরা পাসপোর্টের তালিকায় প্রথম দশে রয়েছে আমিরশাহি, যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, লুক্সেমবার্গ, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। সাধারণত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর দখলেই থেকে যায় সেরা দশের তকমা। মাঝে মধ্যে সেখানে জায়গা করে নেয় জাপান বা সিঙ্গাপুর।