পর্দার বাবা-মাকে আবেগ ভরা কৃতজ্ঞতা সানি লিওনের
কলকাতা টাইমসঃ
অভিনেত্রী সানি লিওন। আত্মজীবনীমূলক সিরিজে ‘করণজিত কৌর’-এর শুটিংয়ে নানা ছবি শেয়ার করছেন তিনি। সাম্প্রতিক শেয়ার করা ছবিগুলো তিনি উৎসর্গ করেছেন তার সহ-অভিনেতা বিজয় আনন্দ এবং গ্রূসা কাপুরকে নিয়ে। সিরিজে সানির বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তারা। দুটি ভিন্ন পোস্টে, সানি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সানি জানান, গ্রূসা কাপুর সত্যিই অসাধারণ এক অভিনেত্রী! যতবার আমি তাকে দেখেছি আমার নিজের মায়ের কথাই মনে পড়েছে! ওই ছবির ক্যাপশনে লিখেছেন সানি লিওন। বিজয় আনন্দের জন্য সানি লিখেছেন, এই তুখোড় অভিনেতার সঙ্গে করণজিত কৌরের এই পথ চলা অনেকদিন মনে থাকবে। আমার বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আমি অসম্ভব কৃতজ্ঞ তাদের প্রতি।