January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

রজার ফেডেরারের বিদায়ের দিনে আবেগতাড়িত রাফায়েল নাদাল

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

প্রতিটি খেলোয়াড়ের ক্যারিয়ারেরই শেষ আছে। কেউ ক্যারিয়ারের শেষ মুহূর্তে জয় তুলে নেন, কেউ আবার হতাশাকে সঙ্গী করেই ইতি টানেন। কিন্তু ইউএস ওপেনের প্রথম রাউন্ডে চির প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ ম্যাচটা যে এভাবে শেষ হবে তা হয়তো কখনওই ভাবেননি স্পেনের রজার ফেডেরার। কারণ, শেষ ম্যাচের পুরোটা খেলতেই পারলেন না তিনি।

ভ্যালেন্সিয়ার ৩৬ বছরের এই টেনিস তারকা আগেই ঘোষণা করেছিলেন চলতি ইউএস ওপেনটাই হবে তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। আর নিয়তির কী খেলা, প্রথম রাউন্ডে ফেডেরারকে খেলতে হয় তার প্রিয় বন্ধু নাদালের বিরুদ্ধেই। যেখানে চোট পেয়ে ম্যাচের মাঝখানেই কোর্ট ছাড়লেন তিনি। পেশাদার সার্কিটে লড়াকু খেলোয়াড় হিসেবেই পরিচিত ফেডেরার বড় কোনও টুর্নামন্টে এই প্রথমবার সরে দাঁড়ালেন খেলা চলাকালীন।

নাদালের বিরুদ্ধে প্রথম সেটে ৩-৬ হারের পর, দ্বিতীয় সেটে ৪-৩ এগিয়ে থাকার সময়ই চোট পান ফেডেরার। যন্ত্রণা সহ্য করতে না পেরে খেলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তিনবার ডেভিস কাপ জয়ী ফেডেরারের অবসরের পর সবচেয়ে আবেগতাড়িত হতে দেখা গেল নাদালকেই। তিনি বললেন, ”একজন সত্যিকারের লড়াকু খেলোয়াড় আর প্রিয় বন্ধুকে কোর্টে  মিস করব।”

 

Related Posts

Leave a Reply