February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে  বেন স্টোকসকে পাচ্ছেনা ইংল্যান্ড 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

মামলার শুনানি থাকায় ভারতের বিপক্ষে আসন্ন লর্ডস টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। ব্রিস্টলের নাইটক্লাবের বাইরে মারামারির মামলায় আগামী ৬ আগস্ট হাজিরার দিন রয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের। ব্রিস্টলের ক্রাউন কোর্টে পাঁচ থেকে সাতদিন চলবে এই ট্রায়াল। আর লর্ডসে আগামী ৯ আগস্ট থেকে শুরু হবে ইংল্যান্ড-ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট। তাই ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে খেলতে পারবেন না স্টোকস।

গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলাকাল তৃতীয় ম্যাচের আগে ব্রিস্টলে নাইটক্লাবে বাইরে মারামারি করেন স্টোকস। এরপর তার বিরুদ্ধে মামলা রুজু হলে সাময়িক সময়ের জন্য স্টোকসকে জাতীয় দলে নিষিদ্ধ করে ইংল্যান্ড। এতে জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজ মিস করেন স্টোকস। তবে চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরে আসেন স্টোকস।

 

Related Posts

Leave a Reply