ইউরোর কোয়ার্টার ফাইনালে ইতালিতে জব্দ হবেন ইংল্যান্ডের দর্শকরা

কলকাতা টাইমসঃ
গতকাল মঙ্গলবার দক্ষ প্রতিদ্বন্দ্বী জার্মানিকে হারিয়ে ইউরো কাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। দুই যুযুধান প্রতিপক্ষের মধ্যে প্রবল লড়াইয়ের পর ২-০ গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। একটি করে গোল করেন রাহিম স্টার্লিং এবং হ্যারি কেইন।
লন্ডনের ওয়েম্বলিতে ইংলিশ দর্শকদের ভয়ংকর গর্জনে জার্মানদের বধ করে ইংল্যান্ড। এবার তারা ইউক্রেনের মুখোমুখি হতে চলেছে ইতালির রাজধানী রোমে। এখানেই প্রবল সমস্যার মুখে পড়তে চলেছেন ইংরেজ দর্শকরা। দ্য ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, রোমে বসবাসকারী ৩০ হাজার ইংরেজদের মধ্যে মাত্র ২ হাজার দর্শকের মাঠে ঠাঁই হবে।