November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিলো ইংল্যান্ড!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাশিয়া বিশ্বকাপের রেশ এখনও কাটেনি। শুরু হয়ে গেছে ২০২২ সালে কাতার বিশ্বকাপ নিয়ে নানান জল্পনা। এছাড়াও ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আর এরই মধ্যে, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইংল্যান্ড ফুটবলের প্রশাসনিক সংস্থা দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

এই ব্যাপারে ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য এখন থেকেই কাজ শুরু করে দিতে চাইছে এফএ। এদিকে ইংল্যান্ড বিশ্বকাপ আয়োজনের অনুমতি পেলে, ১৯৯৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর প্রথম বড় কোনো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে দেশটি। সর্বশেষ ১৯৬৬ সালে বিশ্বকাপের আয়োজন করেছিল ইংল্যান্ড।

তবে তার আগেই আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে যৌথভাবে ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে থাকার আবেদন করে রেখেছে। আবেদন করেছে মরক্কোও। এর আগেও ২০১৮ অর্থাৎ এই বছরও ইংল্যান্ড বিশ্বকাপ আয়োজন করার জন্য আবেদন করেছিল, কিন্তু রাশিয়ার কাছে হেরে যায় তারা।

 

Related Posts

Leave a Reply