ক্রিকেটারদের অনুশীলনে ফুটবল খেলা বন্ধ করলো ইংল্যান্ড
কলকাতা টাইমসঃ
ক্রিকেটারদের অনুশীলনে ফুটবল খেলা বন্ধ করলো ইংল্যান্ড। অনুশীলনের সময় শারীরিক সক্ষমতা বাড়াতে নানান কসরৎ করে থাকেন ক্রিকেটাররা। চোটে জর্জরিত ইংল্যান্ড দল এবার ক্রিকেটারদের ওয়ার্ম-আপে ফুটবল খেলা নিষিদ্ধকরার রাস্তায় হাঁটলো। বর্তমানে দলের প্রায় সবাই ভাইরাল ফিভারে আক্রান্ত। এছাড়াও গতকাল ওয়ার্ম-আপের সময়ে ফুটবল খেলতে গিয়ে চোট পান বার্নস।
আজ রাতেই বার্নস দেশে ফিরছেন। ইংল্যান্ডের কাছে এটা বড় ধাক্কা। এছাড়াও চোটের কারণে কেপ টাউন টেস্টে খেলতে পারছেন না জোফরা আর্চার। যে কারণে কোচ ক্রিস সিলভারউড ফুটবল খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন। ২০১৮ সালের শেষে অনুশীলনে ফুটবল খেলতে গিয়েই চোট পেয়েছিলেন জনি বেয়ারস্টো। তার আগে জো ডেনলি ও জেমস অ্যান্ডারসনেরও ফুটবল খেলতে গিয়ে চোট পান।