ছন্দে থাকা বেন স্টোকসকে ছাড়াই লর্ডসে ভারতের বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড!
কলকাতা টাইমসঃ
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২৭ (২১ ও ৬) রান৷ বল হাতে ৬টি (২/৭৩ ও ৪/৪০) উইকেট৷ সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির মহামূল্যবান উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে জয় এনে দেন বেন স্টোকস৷ দ্বিতীয় ইনিংসে কোহলির উইকেটটিই যে ইংল্যান্ডের এজবাস্টন টেস্ট জয়ের টার্নিং পয়েন্ট, সেটি অস্বীকার করবে না কেউই৷ সেই বেন স্টোকসকে দ্বিতীয় টেস্টে পাচ্ছে না জো রুটরা৷ আগামী ৯ আগস্ট বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট৷ স্বাভাবিকভাবেই লর্ডস টেস্টের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড শিবির৷
আগামী সপ্তাহে ব্রিস্টলের আদালতে শুনানির সময় হাজির থাকতে হবে স্টোকসকে৷ গত বছর নাইটক্লাবের বাইরে এক পথচারির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন এই ব্রিটিশ অলরাউন্ডার, যে মামলার এখনও নিস্পত্তি হয়নি৷ ব্রিটিশ নির্বাচকরা স্টোকসের পরিবর্ত হিসাবে ক্রিস ওকসকে ঢুকিয়ে নিয়েছেন লর্ডস টেস্টের স্কোয়াডে৷ দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দলে আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে৷ অফ ফর্মে থাকা ডেভিড মালানকে ছেঁটে ফেলে তার পরিবর্তে ২০ বছরের ওলি পোপকে দলে নেওয়া হয়েছে। আদিল রশিদের পর পোপের টেস্ট দলে ঢুকে পড়া নিঃসন্দেহে বড়সড় চমক৷
বেশ কিছুদিন ধরেই পরিচিত ছন্দের ধারে কাছে নেই মালান৷ শেষ ১১টি ইনিংসে ৩০ বছর বয়সি মালানের ব্যক্তিগত সংগ্রহ সাকুল্যে ২১৯ রান৷ মাত্র দু’বার হাফসেঞ্চুরির গণ্ডি টপকেছেন তিনি৷ এজবাস্টনের দুই ইনিংসে তার অবদান যথাক্রমে ৮ ও ২০৷ অন্যদিকে পোপ নিজের ফার্স্ট ক্লাস ক্যারিয়ার শুরু করেছে দুরন্তভাবে৷ মাত্র ১৫টি ম্যাচের ২২টি ইনিংসে ৬৩.২৫ গড়ে ১০১২ রান করেছেন তিনি৷ ৪টি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি করেছেন৷ চলতি আসরে তার ব্যাটিং গড় ৮৫৷
খারাপ ব্যাটিং ছাড়াও মালান ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট কোহলির দু’টি ক্যাচ ছেড়েছেন৷ দ্বিতীয় ইনিংসে মুরলি বিজয়ের ক্যাচও ছেড়েছেন তিনি৷ তবে লর্ডসে ওলি পোপের টেস্ট অভিষেক নাও হতে পারে৷ লর্ডসে টিম ম্যানেজমেন্ট একজন অতিরিক্ত স্পিনার ছাড়াও অলরাউন্ডার হিসাবে মঈন আলিকে খেলাতে চাইলে পোপকে টেস্ট ক্যাপ হাতে পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে৷