টাইব্রেকারে জয় পেলো ইংল্যান্ড
কলকাতা টাইমসঃ
রাশিয়া বিশ্বকাপের শেষ ১৬ -র শেষ ম্যাচে মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড ও কলম্বিয়া। নির্ধারিত সময়ে ১-১ গোলের ড্র নিয়েই খেলা শেষ করে দুই দল। অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় ম্যাচের ফলাফল একই থাকে।
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে পাওয়া গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পর অতিরিক্ত সময়ের ৩ মিনিটের মাথায় সমতায় ফেরে কলম্বিয়া। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও কোন দল গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।ট্রাইব্রেকারে ৪-৩ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে সুইডেনের মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড।
এদিন নির্ধারিত সময়ে ইংল্যান্ডের পক্ষে পেনাল্টি থেকে গোলটি করেন দলের অধিনায়ক হ্যারি কেন। রাশিয়া বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল। ম্যাচের ৫৭ মিনিটে গোল করেন তিনি। এরপরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া। অবশেষে ম্যাচের ৯৩ মিনিটের মাথায় গোল পায় তারা। কলম্বিয়ার পক্ষে গোলটি করেন ইয়েরি মিনা।