দলে ঠাঁই হলোনা ইংল্যান্ডের বিধ্বংসী অলরাউন্ডার জোফরা আর্চারের !
কলকাতা টাইমসঃ
ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে ঠাঁই হলোনা ইংল্যান্ডের বিধ্বংসী অলরাউন্ডার জোফরা আর্চারের! তাঁকে বাইরে রেখেই দল ঘোষণা করল ইংল্যান্ড। সেদেশের ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা, চোটের কারণে আর্চারকে ইংল্যান্ডে ফিরে যেতে বলা হয়েছে। প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে পুনেতে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুধু ওয়ানডে সিরিজ নয়, ৯ এপ্রিল থেকে শুরু হতে চলা আইপিএলের শুরুর দিকেও তাঁকে খেলতে দেখা যাবে না বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকদের পরামর্শে আর্চার ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং আইপিএলের প্রথম দিকের ম্যাচ খেলতে পারবে না। প্রসঙ্গত, চোটের কারণে ভারতের বিরুদ্ধে শেষ টেস্টে খেলতে না পারলেও টি-২০ সিরিজে দলে ফেরেন এই ইংল্যান্ড অলরাউন্ডার। একটা ম্যাচ ছাড়া আর কখনোই চোখে পড়ার মতন পারফর্ম করতে পারেননি তিনি।