November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

চীনের গান গাইতে গিয়ে তেলে-নুনে টের পাচ্ছে নেপাল 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

চীনের উস্কানিতে ভারতের সঙ্গে বৈরিতার ফল এবার নুনে-তেলে টের পাচ্ছে নেপাল। নেপালে লবণের দাম বেড়ে গেছে। বেড়েছে সরষের তেলের দামও। লবণ প্রতিকেজির দাম ঠেকেছে ১০০ তাকে, আর সরষের তেল ২৫০ এ । সংবাদমাধ্যমের খবর অনুসারে, ‘মসনদ বাঁচাতে গিয়ে নেপালকে বিপাকে ফেলেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চীনের সঙ্গে সুর মিলিয়ে ভারত বিরোধিতা করার জের এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে কাঠমান্ডু।’

সম্প্রতি ভারতের লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে নেপাল। সে দেশের নাগরিকদের ভারতে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল সরকার। একই সঙ্গে ভারতীয় নাগরিকদের নেপালে প্রবেশেও রাশ টেনেছে কাঠমান্ডু। ফলে ভারত-নেপাল সীমান্তে বাণিজ্য বন্ধপ্রায়। শুধু তাই নয়, সীমান্ত সিল হওয়ায় নেপালে খাদ্যসামগ্রীর দাম এখন আকাশছোঁয়া। শুধু নুন-তেল নয় নিত্যপ্রয়োজনীয় অনেক সামগ্রীর জন্য ভারতের ওপর নির্ভরশীল নেপাল। আবার নেপাল সরকারের সিদ্ধান্তে ভারতীয় ব্যবসায়ীরাও কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরাখণ্ডের সীমান্তবর্তী অঞ্চলের বাণিজ্যে ধস নেমেছে।

উল্লেখ্য, স্বাভাবিক পরিস্থিতিতে নেপাল এবং ভারতের মধ্যে প্রায় ৪.২১ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। সেইসঙ্গে অঘোষিত বাণিজ্যের পরিমাণ ঘোষিত এই বাণিজ্যের প্রায় ১০ গুণ।

Related Posts

Leave a Reply