এরদোগানের দাবি অক্টপাসের হাত ভেঙ্গে দিয়েছেন তিনি!
কলকাতা টাইমসঃ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, তার দেশ অক্টোপাসের হাত ভেঙে দিয়েছে। অক্টোপাস বলতে তিনি মূলত আমেরিকায় নির্বাসনে থাকা ফতেউল্লাহ গুলেনকে বুঝিয়েছেন।
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বিশাল সমাবেশে দেওয়া ভাষণে এরদোগান একথা বলেন। ইস্তাম্বুল ব্রিজে অনুষ্ঠিত এই সমাবেশে লাখ লাখ মানুষ যোগ দেয়। ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের একদল সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালায়। সেই সময় এরদোগান ছুটিতে গিয়েছিলেন কিন্তু জনগণ সেই অভ্যুত্থান ব্যর্থ করে দেয়। সেই ঘটনায় ২৯০ জন ব্যক্তির মৃত্যু হয়।
এই ঘটনার জন্য আমেরিকায় নির্বাসনে থাকা গুলেনকে দায়ী করে আসছেন এরদোগান। এছাড়া, গুলেনকে তাদের কাছে হস্তান্তর করার জন্য এরদোগান আমেরিকার কাছে অনুরোধও করেছেন। এদিকে গুলেন সব সময় অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। আমেরিকাও গুলেনকে ফিরিয়ে দেয়নি।