ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয় আহমেদ জিতে নিলেন এবছরের নোবেল শান্তি পুরস্কার
কলকাতা টাইমসঃ
ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার মধ্যে দীর্ঘ ২০ বছর ধরে চলা যুদ্ধ বন্ধ করে দিয়ে শান্তিতে নোবেল পুরষ্কার জিতে নিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয় আহমেদ। আজ শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে নোবেল কমিটি তার নাম নাম ঘোষণা করে।
নিতান্ত সাধারণ মানের জীবন ধারণ করা এই প্রধানমন্ত্রী প্রবল জনপ্রিয় মানুষ হিসেবে পরিচিত ইথিওপিয়ায়। অসম্ভব জ্ঞানী এই প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের ভাষায় দারুন পারদর্শী। এই খবরে বাঁধভাঙা উচ্ছাসে মেতে উঠেছেন সেদেশের জনগণ।