চাপে ইরান, তাদের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করতে চাইলো ইউরোপ, চীন ও রাশিয়া!
নিউজ ডেস্কঃ
পরমাণু ইস্যুতে উত্তপ্ত গোটা বিশ্ব। বিশেষ করে ইরানের সঙ্গে আমেরিকার পারমাণবিক চুক্তি প্রত্যাহারের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহল জুড়ে। আর তারই জের ধরে ইউরোপ, চীন ও রাশিয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টানতে ও মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার ঠেকাতে ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করার কথা ভাবছে।
এই ব্যাপারে রবিবার জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট অ্যাম সনট্যাগ জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়েনের সিনিয়র মোস্ট কূটনীতিক হেলগা স্কিমিডের নেতৃত্বে আগামী সপ্তাহে এই দেশগুলোর কূটনীতিকরা ভিয়েনায় একটি বৈঠকে বসতে চলেছেন। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই বৈঠকে অংশ নিচ্ছে না। তবে ইরান এতে অংশ নেবে কিনা তা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, গত ৮ মে ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেয় আমেরিকা।