৪ লক্ষ মানুষকে মারার পরেও গদি ছাড়তে রাজি নন সিরিয়া প্রেসিডেন্ট !
নিউজ ডেস্কঃ
সাত বছর আগে সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। শুরুর দিকের আন্দোলন বেশ শান্তিপূর্ণই ছিলো। পরে এসে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় দেশটিতে।
সিরিয়ার যুদ্ধে ৩ লাখ ৫৩ হাজার ৯০০ মানুষ নিহত হয়েছে ২০১৮ সালের মার্চ পর্যন্ত। নিহতদের মধ্যে এক লাখ ছয় হাজারই একদম সাধারণ নাগরিক। নিখোঁজ রয়েছে অন্তত ৫৭ হাজার মানুষ। ধারণা করা হচ্ছে, তারা আর বেঁচে নেই। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বেশিরভাগ এলাকা। ঘরবাড়ি, স্বজন হারিয়েছে বহু মানুষ। যদিও আন্দোলনের শুরুতে মানুষের অভিযোগ ছিলো, বেকারত্ব, দুর্নীতি এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনে রাজনৈতিক স্বাধীনতার অভাবের ব্যাপারে। এতো মানুষের মৃত্যুর পরেও কোনো অবস্থাতেই যদি ছাড়তে নারাজ আসাদ।
২০১১ সালের মার্চে আরব বসন্তের দ্বারা প্রভাবিত হয়ে আন্দোলন শুরু হয় দক্ষিণের শহর দেরাতে। সেখানেই বিক্ষোভকারীদের হত্যা করে আসাদ বাহিনী। পরে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ। দাবি উঠতে থাকে, আসাদ তুমি ক্ষমতা ছাড়ো। আন্দোলন আরো গতি পায়। সশস্ত্র হয়ে ওঠে বিরোধী সমর্থকরা। বিরোধীদের জঙ্গির তকমা লাগিয়ে দেয় আসাদ বাহিনী। আসাদ সরকার পাশে পায় রাশিয়াকে আর বিদ্রোহীদের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। চলতে থাকে যুদ্ধ।